মিরসরাইয়ে ৩ ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১১:১০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে মায়ের গতিরোধ করায় তিন ছাত্রলীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার ( ১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে ছাত্রলীগের দলীয় প্যাডে নিজের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।

অব্যাহতি পাওয়া তিন ছাত্রলীগ নেতা হলেন- মঘাদিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার মুরাদ আলী মিয়া বাড়ির ওসমান গণির ছেলে ও মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগে সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর (২১), মহসিন আলী মেম্বার বাড়ির মো. দুধু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শামছুদ্দিন প্রকাশ সালমান (২০), নসরত আলী হাজি বাড়ীর নজরুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক রিফাত হোসেন (২০)।

আরও পড়ুন: বখাটেদের ভয়ে চার মাস পর স্কুলে গেলো কিশোরী

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ১২ মে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাধুরবাজার-মিরসরাই সদর সড়কের নিতা বৈরাগী বাড়ি এলাকায় সবুজ (২১) ও শুভ (১৯) নামের দুই বখাটে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় চুল ধরে টানাটানির এক পর্যায়ে ওই ছাত্রীর মাথার স্কার্ফ খুলে ফেলে তারা। গাড়িতে তুলতে ব্যর্থ হয়ে ওই ছাত্রীকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে তারা। পরে শিক্ষার্থীদের চিৎকারে লোকজন একত্রিত হতে থাকলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখন সহপাঠীরা ওই শিক্ষার্থীকে বাড়ি নিয়ে যায়। এ বিষয়ে ওইদিন বিকেলেই মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

অভিযোগের পর পুলিশ সবুজ নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আরেকজন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। জামিনে এসে সবুজ ও শুভ দলবল নিয়ে বাড়ির আশপাশে এসে ঘরের চালে ঢিল ছুড়ে মারতে থাকেন এবং ওই কিশোরীকে তুলে নেওয়ার হুমকি দেন।

বখাটেদের ভয়ে দীর্ঘ চার মাস স্কুলে যাওয়া বন্ধ করে দেয় মেয়েটি। এ ঘটনার পর উপজেলা প্রশাসন মেয়েটির বাড়িতে গিয়ে তাকে আবার স্কুলে যাওয়ার জন্য আশ্বস্ত করে। পরে চারমাস পর ১৭ সেপ্টেম্বর স্কুলে যায় মেয়েটি।

আরও পড়ুন: জামিনে বেরিয়ে বখাটেদের হুমকি, বিদ্যালয়ে যাওয়া বন্ধ কিশোরীর

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা জানান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঘাদিয়া ইউনিয়নের তিনজনকে তাদের স্ব স্ব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন সংগঠন। এ দল কখনো কোনো অন্যায়, অপরাধকে প্রশ্রয় দেয় না।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।