আলু কেনার রশিদ না থাকায় কুমিল্লায় ৩ আড়তকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

বেশি দামে আলু বিক্রি, মূল্য তালিকা এবং ক্রয় ভাউচার না রাখায় তিন আলুর আড়তকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর, কোরপাই ও বুড়িচং উপজেলার নিমসার এলাকায় বিভিন্ন হিমাগার এবং আলুর আড়তে এই অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বেশি দামে আলু বিক্রি, ফেনীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা

তিনি বলেন, কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর, কোরপাই এবং বুড়িচং উপজেলার নিমসার এলাকায় বিভিন্ন হিমাগার এবং আলুর আড়তগুলোতে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিমসার বাজারে বিভিন্ন আলুর আড়তে ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তিনটি আলুর আড়তকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে ফয়সাল বাণিজ্যালয়কে আট হাজার টাকা, মিনহাজ বাণিজ্যালয়কে পাঁচ হাজার টাকা এবং শফিক বাণিজ্যালয়কে আট হাজার টাকা।

সহকারী পরিচালক আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত আলুর বাজারে অভিযানের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়াসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

জাহিদ পাটোয়ারী/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।