বেশি দামে আলু বিক্রি, ফেনীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মূল্য তালিকা ও পাকা ভাউচার না থাকা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ফেনী বড় বাজারে দুই প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফেনী বড় বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. কাওসার মিয়া।
ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রয় বিষয়ে বাজার মনিটরিং করা হয়। মূল্য তালিকা ও পাকা ভাউচার না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আলু বিক্রি করায় এ সময় রয়েল ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা এবং সিদ্দিকুর রহমান বাণিজ্যালয়কে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত পণ্যসামগ্রী সরকারি মূল্যে বিক্রয় ও মূল্য তালিকা নিয়মিত হালনাগাদ রাখার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন: বেশি দামে আলু বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক কাওসার মিয়া বলেন, মুন্সিগঞ্জের আলু পাইকারি ৩৬ টাকা কিনে খুচরা বিক্রি করছে ৪২ টাকায়, রাজশাহীর আলু ৩৯ টাকায় কিনে খুচরা ৪৪ টাকা বিক্রির অপরাধে এই জরিমানা করা হয়েছে। ডিম ও পেঁয়াজের দাম বাজারে স্বাভাবিক রয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/জিকেএস