মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

জয়পুরহাটে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনারুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুর ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আনারুল সদর উপজেলার চকশ্যাম গ্রামের ওহাব আলীর ছেলে।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল জানান, ২০২১ সালের ৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকার হানিফ বাস কাউন্টারের সামনে অভিযান চালায় পুলিশ। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনারুল পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশী করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে জয়পুরহাট সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা করে।

আরও পড়ুন: শিশু হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন, একজনের ১৪ বছরের জেল

এরপর ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামি আনারুলকে যাবজ্জীবন সাজা দেন। এদিকে মামলার রায় হওয়ার পর থেকেই র‍্যাব আনারুলকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অবশেষে রোববার দিনগত রাতে তাকে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।