ফেনী

বেশি দামে ডিম-আলু-পেঁয়াজ বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:১২ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফেনীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম, আলু ও পেঁয়াজ বিক্রি করায় দুই মুদি দোকানিকে চার হাজার টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দাগনভূঞা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।

আরও পড়ুন: বেশি দামে আলু বিক্রি করে জরিমানা গুনলেন ৩ ব্যবসায়ী

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রয় বিষয়ে বাজার মনিটরিং করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম, আলু ও পেঁয়াজ বিক্রি করায় মফিজ স্টোরকে এক হাজার টাকা, সুমন ব্রাদার্সকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত পণ্যসামগ্রী সরকারি মূল্যে বিক্রি ও মূল্য তালিকা নিয়মিত হালনাগাদ রাখার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা জানান, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।