মির্জা ফখরুল

‘মিথ্যা মামলা দিয়ে জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় আ’লীগ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

আওয়ামী লীগ জনগণের ওপর মিথ্যা মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখতে চায় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নওগাঁর বাইপাস মোড়ে রাজশাহী বিভাগের ‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

jagonews24

ফখরুল বলেন, কিন্তু এসব মামলা-হামলায় জনগণ আর ভয় পায় না। এবার আমরা অধিকার আদায় করে ছাড়বো। এবারের লড়াই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের লড়াই। এ সময় দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ বললেও স্লোগান দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোডমার্চ উপলক্ষে নওগাঁয় আয়োজিত সমাবেশে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বক্তব্য দেন জেলা বিএনপি, কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা। দুপুর ২টার পর বক্তব্য শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের পরই রাজশাহীর উদ্দেশ্যে নেতাকর্মীদের গাড়িবহর যাত্রা শুরু করে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।