ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে প্রাণ গেলো স্কুলছাত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০১ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাপের কামড়ে সোনিয়া নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিটঘর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সোনিয়া ওই এলাকার মজনু খানের মেয়ে। সে বিটঘর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

সোনিয়ার বাবা মজনু খান জানান, রাতে তার মেয়ে শখের বসে হাতে মেহেদী দিচ্ছিল। সোফায় বসা অবস্থায় একটি বিষধর সাপ তার বাঁ পায়ে কামড় দেয়। সোনিয়া সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জাগো নিউজকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে সোনিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনেন পরিবারের লোকজন। সোনিয়ার পায়ে সাপের দাতের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।