জেলের জালে উঠে এলো মানব ভ্রূণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩

গাইবান্ধার সাদুল্লাপুরে নদী থেকে পলিথিনের ভেতর লাল ব্যাগে মোড়ানো একটি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চকশুকুরগাড়ী এলাকার নলেয়া নদী থেকে ভ্রূণটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকেলের দিকে এক ব্যক্তি জাল নিয়ে নলেয়া নদীতে মাছ ধরতে যায়। এসময় তার জালে পলিথিনের মধ্যে লাল কাপড়ের একটি ব্যাগ উঠে আসে। তিনি ব্যাগটি খুলে ভেতরে অর্ধগলিত একটি ভ্রূণ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ভ্রূণটি উদ্ধার করেন।

স্থানীয় এক বাসিন্দা জানান, ভ্রূণটির বয়স আনুমানিক ৪-৫ মাস। এর হাত-পা হলেও মাথা ঠিকভাবে হয়নি।

সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, কেউ গর্ভপাত করে ভ্রূণটি নদীতে ফেলে গেছেন

শামীম সরকার শাহীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।