মানিকগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, নিহত ১
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়নের লালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ বিশ্বাস (৩৮) লালপুর গ্রামের ফুলচান বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে লালপুর ও টাঙ্গাইলের সীমান্তবর্তী সলিমাবাদ ইউনিয়নের বাকশা বাঁধাইল গ্রামের কিশোররা যমুনার চরে ফুটবল খেলছিল। খেলায় ফাউল ধরাকে কেন্দ্র করে হঠাৎ দুইপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরশাদ বিশ্বাস দুইপক্ষের মধ্যে সমঝোতা করতে এগিয়ে গেলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ বর্তমানে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
তবে সংঘর্ষের ঘটনাটি মানিকগঞ্জে নয় টাঙ্গাইলের সীমানায় হয়েছে বলে ওসি জানান।
বি.এম খোরশেদ/এমআরআর