হাড়কাঁপানো শীতে অচল রংপুর


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

ঘন কুয়াশা, ঝির ঝির বৃষ্টি আর হিমেল হাওয়ায় রংপুর ও এর আশপাশের এলাকায় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে শীতে বিশেষ করে হতদরিদ্র মানুষের অবস্থা কাহিল হয়ে পড়েছে।

দিনের বেশিরভাগ সময় সূর্য লুকোচুরি খেলছে। আর গত দুইদিন সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারিদিক। অন্যদিকে ঠাণ্ডার কারণে দিনমজুররা জমিতে কাজে যেতে পারছেন না।

রংপুরের বিভিন্ন হাসপাতালে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্করা ভর্তি হচ্ছে। রাস্তায় যানবাহনগুলোকে দিনের বেলায় লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে, শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত সাতদিনে শিশু ওয়ার্ডে শীতজনিত রোগ নিউমোনিয়ায় ২৫ জন, ডায়রিয়ায় ১৫ ও এ্যাজমা রোগে প্রায় ৯ জন শিশুকে ভর্তি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।