নড়াইলে ছাত্রলীগ নেতাসহ আহত ৩


প্রকাশিত: ০৪:০৮ এএম, ১৯ জুলাই ২০১৪

আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে নড়াইলে ক্ষমতাসীন দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে শহরের মহিষখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও টেন্ডারবাজিকে কেন্দ্র করে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নেনু বিল্লাহ ও সাবেক পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা কাজী জহিরের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে নড়াইল পৌর ছাত্রলীগের সম্পাদক শামীম, আলম ও মাজেদ নামে তিনজন আহত হন।

আহত মাজেদ ও আলমকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর শহরে উত্তেজনা বিরাজ করছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।