সেলফি তুলে ডুবন্ত সরকারকে বাঁচানো যাবে না: হেলাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে ডুবন্ত সরকারকে যেমন বাঁচানো যাবে না; তেমনি গ্রেফতার করে, জেলে বন্দি রেখে লুটেরা সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, দেশের জনগণ আজ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। অবৈধ সরকারকে বিদায় করেই জনগণ ঘরে ফিরবে। গায়েবি মামলা দিয়ে, গায়েবি ভোটার তৈরি করে, অন্য কোনো অপকৌশলে তারা আর ক্ষমতায় যেতে পারবেন না।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আজিজুল বারী। খুলনা মহানগর ও জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এ নেতা বলেন, নিশিরাতের অবৈধ সরকারের পক্ষ নিয়ে জনগণের বিপক্ষে অবস্থান করলে পরিণাম শুভ হবে না। সবকিছুই বিএনপি মনে রাখবে।

তিনি বলেন, বিএনপির চলমান আন্দোলন অবৈধ তাবেদার লুটেরা সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে নয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী হয়ে যারা জনগণের বিপক্ষে অবস্থান নেবেন তাদের বিচার এদেশের মাটিতেই হবে।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন।

বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান প্রমুখ।

আলমগীর হান্নান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।