নওগাঁ
সবজিতে স্বস্তি, সপ্তাহ ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দাম
নওগাঁয় সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ১৬০ থেকে ১৬৫ টাকার মধ্যে। তবে তুলনামূলকভাবে কমেছে সবজির দাম।
এ দাম বাড়ার ব্যপারে মুরগি ব্যবসায়ী সাদেকুল ইসলাম বলেন, বাজারে ব্রয়লার মুরগির চাহিদা কিছুটা বেড়েছে। কিন্তু সরবরাহের তুলনামূলক কম। এছাড়াও মুরগির বাচ্চা ও খাবারের দাম বেশি। আমাদের খামার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, এজন্য বেশি দামে বিক্রি করছি। আমাদের ধারণা এসব কারণে দাম বেড়েছে।
এদিকে, ব্রয়লারের পাশাপাশি সোনালী মুরগি ২৯০, বিবি-৩ ২৯০, পাকিস্তানি লেয়ার ৩৪০ টাকা, প্যারেন্সে লেয়ার মুরগি ৩০০ ও লাল লেয়ার মুরগি ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে মুরগির দামে কিছুটা অস্বস্তি দেখা দিলেও স্বস্তির দেখা মেলেছে সবজির বাজারে। সরবরাহ বেশি হওয়ায় কমেছে সবজির দাম।
আরও পড়ুন: ১২০ টাকায় উঠেছে সবজি, চাল-চিনি-পেঁয়াজের দামও কমেনি
নওগাঁ শহরের পৌর খুচরা সবজি বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ ৮০ টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০, কাঁচা মরিচ ৮০, হলেন্ডার আলু হচ্ছে ৪৫টাকা, দেশি জাতের আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।
এছাড়াও পটল ৪০ টাকা কেজি, লাউ প্রতিপিস ৩০-৩৫ টাকা, কচু ৭০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, করলা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কলা ২৫ টাকা হালি, টমেটো ১২০ টাকা, গাজর ১৪০ টাকা, শশা ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা, আদা ২৪০, দেশি রসুন ২৬০ আর ভারতীয় রসুন ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ডিমের বাজারে গিয়ে দেখা যায়, এক হালি ফার্মের মুরগির ডিম কিনতে লাগছে ৪৮ টাকা। যা আগে ছিল ৫০ টাকা।
জেএস/এএসএম