রূপগঞ্জে তুলার গোডাউন আগুন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:১১ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৌরশহরের একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকার আলরাজি স্পিনিং মিলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, কর্নগোপ এলাকার আলরাজি স্পিনিং মিলের তুলার গোডাউনে ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। তাৎক্ষণিক কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনে কোনো শ্রমিক না থাকায় প্রাণহানি ঘটেনি।

আরও পড়ুন: ফরিদপুরে আগুনে পুড়লো চায়না কার্বন কারখানার গোডাউন

আলরাজি স্পিনিং মিলের জি এম কাজি হাসানুল করিম জাগো নিউজকে বলেন, ভোরে হঠাৎ তুলার বেল্টে আগুন দেখে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এলে অল্প সময়েই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি জাগো নিউজকে বলেন, আগুনের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি বিষয়টি তদন্তের পর বলা যাবে।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।