সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ

দগ্ধদের অবস্থার অবনতি, ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩

সিলেটের বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ৯ জনকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের শরীরও ১৫-৩০ শতাংশ পুড়ে গেছে।

আরও পড়ুন: সিলেটে সিএনজি পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৯

দগ্ধদের অবস্থার অবনতি, ঢাকায় প্রেরণ

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। তবে, পুলিশ বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দগ্ধ প্রত্যেককে ১০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

দগ্ধদের অবস্থার অবনতি, ঢাকায় প্রেরণ

এর আগে গত ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় গাড়িতে গ্যাস দিতে গিয়ে কমপ্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণ ঘটে। এতে নয়জন দগ্ধ হন।

ছামির মাহমুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।