হাতমুখ ধুয়ে আর ঘরে ফেরা হলো না কিশোরীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩

বরিশালের বাবুগঞ্জে খালে পরে তামান্না তামিদার (১৫) নামে ১০ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেহের গতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাকুদিয়া নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।

তামান্না দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের আব্দুল বারেক তামিদারের মেয়ে ও জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: তিস্তায় গোসলে নেমে নিখোঁজ দুই এইচএসসি পরীক্ষার্থী

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, তামান্না সকালে বাড়ির পাশের খালে হাতমুখ ধুতে যান। অসাবধানতাবশত পানিতে পরে যান। সাঁতার না জানায় খালের গভীর পানিতে ডুবে যায়। পরে তামান্নাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরবর্তীতে আশেপাশের লোকজন মিলে ২ ঘণ্টা জাল দিয়ে খোঁজাখুঁজি করে তামান্নাকে উদ্ধার করতে সক্ষম হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

শাওন খান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।