সাবেক চেয়ারম্যানের হাতির আক্রমণে মাহুত নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:২২ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারের জুড়ীতে পোষা হাতির আক্রমণে গোলাম মোস্তফা (৫০) নামে এক মাহুত (হাতি রক্ষক) নিহত হয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের কুলাউড়া-ফুলতলা সড়কের পার্শ্ববর্তী সাগরনাল পাহাড়ে এ ঘটনা ঘটে।

হাতিটি কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমানের বলে জানা গেছে। তবে হাতিটি হঠাৎ উন্মাদ হয়ে বেশ কিছুদিন আগে বনে চলে গিয়েছিল।

স্থানীয়রা জানান, কুলাউড়া-ফুলতলা সড়কের পাশে পাহাড়ের বাঁশমহাল এলাকায় বিভিন্ন মালিকের পোষা হাতি বিচরণ করে। অনেক সময় হাতিগুলো আশপাশের ধানক্ষেতে গিয়ে ফসল নষ্ট করে। কখনো কখনো উন্মাদ হাতির আক্রমণে মানুষও আহত হন।

স্থানীয় ইউপি সদস্য প্রদীপ যাদব জাগো নিউজকে বলেন, কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমানের হাতিটি উদ্ধার করতে কয়েকজন কর্মী কয়েকদিন ধরে কাজ করছিলেন। হাতিটিকে প্রায় নিয়ন্ত্রণে আনা হয়েছিল। কিন্তু হঠাৎ তার আক্রমণে একজন মারা যান।

হাতির মালিক আতিকুর রহমান আতিক জাগো নিউজকে বলেন, হাতিটি নিয়ন্ত্রণে আনার জন্য গোলাম মোস্তফাসহ ছয়জন মাহুত সকালে পাহাড়ে যান। বিকেল ৪টার দিকে হাতিটির আক্রমণে মোস্তফা মারা যান বলে খবর পাই।

জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।