কাজে ব্যস্ত ছিলেন মা, খেলার সময় পুকুরে ডুবে ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

কুমিল্লার বরুড়া উপজেলায় পুকুরে ডুবে মাহিন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের কেমতলী (নালার পাড়) গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মাহিন ওই গ্রামের আবু হানিফের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালাম মিয়াজী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকাল থেকে পারিবারিক কাজে ব্যস্ত ছিল মাহিনের মা। মাহিন বাড়ির উঠানে খেলছিল। স্বজনদের অজান্তে এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধারের স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জাগো নিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার পর এ বিষয়ে জানার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাহিদ পাটোয়ারী/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।