ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০১:৩৪ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

বাগেরহাটে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে মারা গেছেন। এ সময় নিহতের স্ত্রী ও আরেক মেয়ে আহত হন। রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে ফকিরহাটের বালিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহত সোহেল তার দুই মেয়ে ও স্ত্রী মিমি আক্তারকে নিয়ে মোটরসাইকেলে খুলনায় আসছিলেন। তারা বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে রওয়ানা হন। মোটরসাইকেলটি খুলনা-বাগেরহাট সড়কের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

নিহত সোহেলের মামাশ্বশুর আলাউদ্দিন জানান, সংঘর্ষে সোহেল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় তার ৪ বছরের শিশু নওশীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি জানান, এ ঘটনায় সোহেলের স্ত্রী মিমি আক্তার ও তার ১২ বছরের অপর মেয়ে গুরুতর আহত হয়। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আলমগীর হান্নান/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।