সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
কুড়িগ্রামে সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আফরোজা বেগম (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপরে উলিপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আফরোজা বেগম ওই এলাকার শাহআলম মিয়ার স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে শাহআলম মিয়া গোয়াল ঘর পরিষ্কার করতে যান। এসময় তিনি স্ত্রী আফরোজা বেগমকে বিদ্যুৎ চালিত পাম্পের সংযোগ দিতে বলেন। রান্না ঘরে মোটরের সংযোগ চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন তিনি। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে গিয়ে মারধর, হাসপাতালে প্রেমিকা
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় ইউডি মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফজলুল করিম ফারাজী/জেএস/এমএস