জমি নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২৮ আগস্ট ২০২৩

কুমিল্লায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে জাহিদ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর গোবিন্দপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

জাহিদ ওই এলাকার মৃত আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোচালক ছিলেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

স্থানীয়রা জানায়, মাদকসহ বিভিন্ন কারণে বড় ভাই জাহিদের কাছে প্রায়ই টাকা পয়সা চাইতেন মাসুম। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সোমবার দুপুরে বাড়িতে গিয়ে জাহিদের সঙ্গে মাসুম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জাহিদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন মাসুম। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়ে জাহিদের মেয়ে সনি আক্তার সুমাইয়া জাগো নিউজকে বলেন, জায়গা মাসুমের সঙ্গে প্রায়ই বাবার প্রায়ই ঝগড়া হতো। আজও আমার চাচা ঝগড়ার এক পর্যায়ে বাবাকে হত্যা করে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষটি পুলিশ তদন্ত করছে। অভিযুক্ত মাসুমকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।