রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৮ আগস্ট ২০২৩

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি জেইন। সোমবার (২৮ আগস্ট) সকালে বন্দরের হাড়বাড়িয়ার ১২ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে জাহাজটি।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, ৮ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫০ হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি।

আরও পড়ুন: মেট্রোরেলের কোচ-ইঞ্জিন নিয়ে মোংলায় পৌঁছল বিদেশি জাহাজ

এরপর চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে ১৯ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা খালাস করা হয়, যা লাইটারে করে নেওয়া হয় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে। বাকি ৩৫ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে সোমবার মোংলা বন্দরে পৌঁছায় এমভি জেইন। দুপুর থেকে কয়লা খালাস শুরু হয়েছে।

এর আগে গত ১৩ জুলাই রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি বসুন্ধরা ইমপ্রেস আসে মোংলা বন্দরে।

আবু হোসাইন সুমন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।