ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:১৪ এএম, ২৮ আগস্ট ২০২৩
এনামুল শেখ রাতুল

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল শেখ রাতুল (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন। রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

এনামুল শেখ রাতুল ফরিদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রঘুনন্দনপুর এলাকার মাজেদ শেখের ছেলে। ফরিদপুর মুসলিম মিশন কলেজের বিএমটি শাখা থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন রাতুল।

স্থানীয় ও কলেজ সূত্রে জানা গেছে, এনামুল শেখ রাতুল রোববারের পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর রাতুলের বাবা ছেলেকে রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন পুলিশ বক্সের সামনের ঢাকা-ফরিদপুর মহাসড়কের পাশে নিজেদের দোকানে যেতে বলেন। রাতুল দোকানে থাকা অবস্থায় সন্ধ্যার দিকে ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, খুবই দুঃখজনক ঘটনা। আমরা এ ঘটনায় শোকাহত। এশার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।

এন কে বি নয়ন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।