বান্দরবানে পাহাড়ের খাদে মিললো পর্যটকের মরদেহ
অডিও শুনুন
বান্দরবানে মো. মারুফ হোসাইন (২৫) নামে এক পর্যটকের মরদেহ পাওয়া গেছে। মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
রোববার (২৭ আগস্ট) সকালে বান্দরবান সদরের নীলাচল পর্যটন স্পটের নীলাম্বরী রিসোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মারুফ হোসাইন (২৫) গাজীপুরের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. মারুফ শনিবার নীলাচলের নীলাম্বরী রিসোর্টে থাকার জন্য কক্ষ ভাড়া নেন। রোববার দুপুর ১২টায় কক্ষ ছেড়ে না দিলে কটেজ কর্তৃপক্ষ তাকে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে কটেজের কাছাকাছি দোলনা এলাকার পাহাড়ের খাদে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন খাদ থেকে তার মরদেহ উদ্ধারের চেষ্টা চালায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। বৈরি আবহাওয়ার কারণে মরদেহটি উদ্ধার করতে কিছুটা বিলম্ব হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
নয়ন চক্রবর্তী/এফএ/এমএস