শেরপুরে দলিত-হরিজনদের মানববন্ধন


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২১ মার্চ ২০১৬

সংসদে দলিত সমাজের মানবাধিকার সংরক্ষণে বর্ণবৈষম্য বিলোপ সংক্রান্ত আইন পাশ করার দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলিত-হরিজনের সদস্যরা। আন্তর্জাতিক বর্ণবৈষম্য দিবস উপলক্ষ্যে ২১ মার্চ সোমবার শহরের নিউমার্কেট পায়রা চত্বর মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শেরপুর জেলা ঋষি-রবিদাস দলিত কল্যাণ পরিষদ ও হরিজন যুব কল্যাণ সমিতি যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

ঋষি-রবিদাস দলিত কল্যাণ পরিষদ সভাপতি সুনীল রবিদাস ও হরিজন যুব কল্যাণ সমিতির সভাপতি সঞ্জিব হরিজন বলেন, দলিত সম্প্রদায় আজও সমাজে অস্পৃশ্যতার শিকার। পেশা এবং জন্মগত পরিচয়ের কারণে দলিত জনগোষ্ঠি অবহেলিত ও ঘৃণিত। দেশে দলিত সম্প্রদায়ের জনগোষ্ঠির সংখ্যা প্রায় ৭০ লাখ হলেও তারা বেঁচে থাকার মৌলিক অধিকারসমুহ থেকে বঞ্চিত। এজন্য সামাজিক সকল কর্মকাণ্ডে দলিতদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। রাষ্ট্রকেই এর দায়িত্ব নিতে হবে।

এ সময় তারা সংসদসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলিত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আসন সংরক্ষণের দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে কবি তালাত মাহমুদ, নাগরিক সংগঠন জনউদ্যোগ আহ্বায়ক হাকিম বাবুল, শাড়ি জেলা সমন্বয়কারী সোলায়মান আহমেদ, ক্যাপ নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি আসাদুজ্জামান মুরাদ, শ্রমিক নেতা মলিন্দ্র বিশ্বাস, প্রমুখ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

হাকিম বাবুল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।