বরগুনায় বালু উত্তোলনের দায়ে ৩ জনের জেল-জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১১:২০ এএম, ২৭ আগস্ট ২০২৩

বরগুনায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুই শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজার মালিক সুনীলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের বিষখালী নদীর বদনিখালী চরের উত্তর পাশে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। এসময় সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার এ অর্থদণ্ড ও কারাদণ্ডের আদেশ দেন।

আরও পড়ুন: লাইসেন্স না থাকায় ৩ হোটেলকে দুই লাখ টাকা জরিমানা

দণ্ডপ্রাপ্তরা হলেন- ড্রেজারের শ্রমিক কাঁঠালিয়া উপজেলার আমুয়ার ছেনাউডা গ্রামের মো. জাহাঙ্গীর (৩৫) ও পটুয়াখালী সদর উপজেলার ছোট বিগাই গ্রামের মো. রাহাদ (৩২)।

সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার শ্রমিককে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।