বজ্রপাতে মারা গেলো ৫ গরু, বেঁচে গেলেন নারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৫ আগস্ট ২০২৩
ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে বজ্রপাতে দিনা বেগম (২৩) নামের এক গৃহবধূ আহত হয়েছেন। এ ঘটনায় এক কৃষকের পাঁচটি গরু মারা গেছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে উপজেলাজুড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এসময় পাগলাপাড়া গ্রামের নামাজু মিয়ার গোয়ালঘরের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে গোয়ালঘরে অবস্থানরত দিনা বেগম গুরুতর আহত হন। একই ঘটনায় মারা যায় গোয়ালঘরে থাকা পাঁচটি গরু। আহত দিনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নীলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাগো নিউজকে বলেন, ঘটনাটি ফেসবুকে দেখেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।

নাসিম উদ্দিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।