মসজিদে মারা গেলেন মুসল্লি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৫ আগস্ট ২০২৩
ফাইল ছবি

কুড়িগ্রামের উলিপুরে মসজিদে নামাজ পড়তে গিয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উলিপুরের মসজিদুল হুদা বড় জামে মসজিদে আসরের নামাজ পড়তে গিয়ে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল করিম (৫৮)। তিনি উপ‌জেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের সরফ‌দি এলাকার মৃত অহরু‌দ্দিনের ছে‌লে। তিনি পাঁচ সন্তানের জনক।

স্থানীয় মুসল্লিরা জানান, আসরের নামাজ শুরু হওয়ার আগে ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করেন। হঠাৎ মেঝেতে পড়ে গিয়ে মারা যান তিনি। মরদেহ মসজিদের বারান্দায় রাখা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা মসজিদে নামাজ পড়তে গিয়ে মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফজলুল করিম ফারাজী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।