বেলকুচি পৌরসভা

মেয়রের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২৪ আগস্ট ২০২৩

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাসহ ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন তারিফ নামে ছাত্রলীগের এক নেতা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে মেয়রের সমর্থক ও ছাত্রলীগ নেতারা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এটি তেমন কোনো ঘটনা না। নিজেদের অভ্যন্তরীণ বিষয়। তবে অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বেলকুচি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তারিফ অভিযোগে উল্লেখ করেন, ১৬ আগস্ট বিকেলে গাড়ামাসী উত্তরপাড়া পাকা রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে মেয়র সাজ্জাদুল হক রেজার হুকুমে আমার এবং সঙ্গে থাকা ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম সরকারের ওপর হামলা করে। শুধু তাই নয়, তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি কিলঘুষি মেরে জখম করে। এ সময় তারা নগদ ৪০ হাজার টাকা ও ৩০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনও ছিনতাই করে নেয়।

ঘটনার পর থেকে মেয়র সাজ্জদুল হক রেজা ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রেজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। তিনি সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের স্ত্রী আশানুর বিশ্বাসকে নৌকা প্রতিকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

এ বিষয়ে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজার মোবাইল নম্বরে কল দিলেও চেষ্টা করলে তিনি রিসিভ করেননি।

এম এ মালেক/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।