রামুতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৪ আগস্ট ২০২৩

কক্সবাজারের রামুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শফিউল্লাহ (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

শফিউল্লাহ পাঞ্জেগানা ঘোনার পাড়া এলাকার মো. ইবনে আমিনের ছেলে।

আরও পড়ুন: দগ্ধ চা-দোকানির মৃত্যু: মাদক ব্যবসায়ী পারুল গ্রেফতার

এর আগে ১৭ আগস্ট উপজেলার রাজারকুল পাঞ্জেগানা বাজারে একটি গ্যাসের চুলা টেস্ট করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন শফিউল্লাহ। এসময় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে যায়।

নিহতের স্বজনরা জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থা অবনতি হওয়াই ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, খবরটি খুবই বেদনার। ওইদিন অগ্নিকাণ্ডে তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয় বলে জানিয়েছিল চিকিৎসক। কিন্তু শেষ পর্যন্ত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে সপ্তাহের মাথায় মৃত্যুর কাছে হার মানলেন দোকানি শফিউল্লাহ।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।