কক্সবাজারে অটোরিকশা-লরি সংঘর্ষে মা-মেয়ে নিহত
কক্সবাজারের চকরিয়ায় অটোরিকশার সঙ্গে ট্যাংক-লরির সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকার আব্দুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৪০) এবং তার মেয়ে জেসমিন আক্তার (১৮)।
হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র জাগো নিউজকে বলেন, দুপুরে বানিয়ারছড়া এলাকায় কক্সবাজারমুখী অটোরিকশার সঙ্গে ট্যাংক-লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হন।
এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন। নিহতদের মরদেহ মর্গে আছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এসজে/জেআইএম