মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মায়ের
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট থেকে সন্তানকে বাঁচাতে গিয়ে সুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় আব্দুর রব বাড়িতে এ ঘটনা ঘটে। সুমি কুশাখালীর শান্তিরহাট এলাকার অটোরিকশাচালক আমির হোসেনের স্ত্রী।
স্বজনরা জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত সুমাইয়া কুশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ঘটনার সময় পাঁচ মাস বয়সী ছোটভাইকে দোলনায় রেখে সে পাশে খেলছিল। তাদের পাশেই একটি বৈদ্যুতিক পাখা ছিল। খেলাধুলা করতে গিয়ে সুমাইয়া বিদ্যুতায়িত হয়। এটি দেখে তার মা সুমি বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় তিনিও বিদ্যুতায়িত হন।
দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন। আহত সুমাইয়াকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই সুমি মারা গেছেন। আমরা তাকে মৃত পেয়েছি। শিশু সুমাইয়াকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাজল কায়েস/এসজে/জিকেএস