লাইসেন্স না থাকায় ৩ হোটেলকে দুই লাখ টাকা জরিমানা
নোয়াখালীর বেগমগঞ্জে লাইসেন্স ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় তিন হোটেলকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ আগস্ট) রাতে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে চৌমুহনীর কলাপাতা, কাশফুল ও বিসমিল্লাহ হোটেলে এ অভিযান চালানো হয়।
ইউএনও মো. ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযানে গিয়ে অনিয়মের প্রমাণ মিলে। পরে কলাপাতা রেস্টুরেন্টকে এক লাখ, কাশফুল ও বিসমিল্লাহ হোটেলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: মিরসরাইয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
আদালত সূত্রে জানা যায়, তিনিটি হোটেলেই ভেতরে রান্নাঘরের পরিবেশ নোংরা, রেস্তোরাঁর লাইসেন্স ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ নেই। এছাড়া আগের দিনের অবিক্রিত ফ্রাইড চিকেন, মেরিনেট করা মাংস, কাঁচা মাছ-মাংস এবং মসলা ফ্রিজে একসঙ্গে পাওয়া যায়। যা ভোক্তা অধিকার আইনে দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বেগমগঞ্জ উপজেলা স্যানিটরি ইন্সপেক্টর মো. হাসানসহ আনসার ব্যাটেলিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/জেএস/এএসএম