রাজশাহীতে এমটিএফই প্রতারণায় দুজন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৪ আগস্ট ২০২৩

রাজশাহীর মোহনপুরে অনলাইনভিত্তিক এমটিএফই অ্যাপের প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তদন্তের স্বার্থে গ্রেফতারদের নাম প্রকাশ করেনি পিবিআই।

এর আগে বুধবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, নগীর রাজপাড়া থানায় এমটিফই নিয়ে মামলা হয়। পুলিশ, সিআইডি ও পিবিআই যৌথ তদন্ত করে দুইজনকে গ্রেফতার করেছি। আমরা তাদের আদালতের হাজির করবো। এর পর রিমান্ড চাইবো। এরপর তদন্তে বাকিটা বের হয়ে আসবে। প্রাথমিকভাবে জেনেছি তাদের মাধ্যমে অনেকেই এখানে ইনভেস্ট করেছে।

সাখাওয়াত হোসেন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।