মিরসরাইয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৪ আগস্ট ২০২৩

মিরসরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার ( ২৩ আগস্ট) বিকেলে মিরসরাই পৌর সদরের কোর্ট রোডে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

আরও পড়ুন: শ্রমিকদের স্বাস্থ্য সনদ না থাকায় দুই বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পার্কইন রেস্টুরেন্ট, ইমন জেনারেল স্টোর, রাকিব ক্রোকারিজ ও তানিশা স্টোর নামে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।