শ্রমিকদের স্বাস্থ্য সনদ না থাকায় দুই বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৪ আগস্ট ২০২৩

ময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও শ্রমিকদের স্বাস্থ্য সনদ না থাকায় দুই বেকারিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে বিসিক শিল্প এলাকার দুই বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বেকারিতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সনদ না থাকার কারণে রয়েল বেকারিকে তিন লাখ টাকা এবং রুমা বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীর হাসপাতালে অভিযান, অনিয়মের দায়ে লাখ টাকা জরিমানা

একই সঙ্গে এক মাসের মধ্যে প্রতিষ্ঠান দুটিকে খাবার তৈরিতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ও শ্রমিকদের স্বাস্থ্য সনদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হবে।

মঞ্জুরুল ইসলাম/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।