ভ্রাম্যমাণ আদালত
নরসিংদীর হাসপাতালে অভিযান, অনিয়মের দায়ে লাখ টাকা জরিমানা
নরসিংদীর পলাশে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি বেসরকারি হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে পলাশের চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড়ে অবস্থিত আনু মিজান ম্যানেজড কেয়ার হসপিটাল সিস্টেম নামের হাসপাতালে এ অভিযান চালানো হয়। একে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।
আরও পড়ুন: অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করে গুনতে হলো জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা বলেন, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার, ত্রুটিপূর্ণ অপারেশন থিয়েটারসহ অনভিজ্ঞ নার্স দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে এসব অনিয়মের সত্যতা পাওয়া যায়। পরে হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পলাশ উপজেলায় এই ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক শামীম, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আর এম ও) ডা. আব্দুল্লাহ আল মামুন খানসহ পলাশ থানা পুলিশের একটি টিম।
সঞ্জিত সাহা/জেএস/এমএস