নারায়ণগঞ্জ

দুই দশকেও কমিটি পায়নি জেলা যুবলীগ, মহানগর চলছে শহর কমিটিতে

মোবাশ্বির শ্রাবণ মোবাশ্বির শ্রাবণ , জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২২ আগস্ট ২০২৩

দীর্ঘ প্রায় দুই দশক ধরে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের নতুন কমিটি হয়নি। এছাড়া মহানগর গঠিত হওয়ার পর প্রায় এক যুগ পার হলেও যুবলীগের কোনো কমিটি ঘোষণা করা হয়নি। কমিটি গঠন নিয়ে বারবার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সব সম্ভাবনাই মিইয়ে যায়। নতুন কমিটি ঘোষণা কিংবা সম্মেলন আর হয় না।

এদিকে, জেলা যুবলীগের পদে থাকা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকেই মূল দলে জায়গা করে নিয়েছেন। আর মূল দলে জায়গা হওয়ার কারণে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ অনেকটা নেতৃত্বহীন অবস্থায় রয়েছে। আর মহানগরের কমিটি না হওয়ায় শহর যুবলীগের পদে থাকা নেতারা বর্তমানে নিজেদের মহানগর যুবলীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন। এ যেন পদে থাকা নেতাদের নেতৃত্বের স্বাদ মিটছে না। অন্যদিকে, পদপ্রত্যাশী নেতাদের অপেক্ষার প্রহরও আর শেষ হচ্ছে না।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত

সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০০৫ সালে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। সম্মেলনে আবদুল কাদির সভাপতি ও অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেইসঙ্গে জাকিরুল আলম হেলালকে করা হয়েছিল সিনিয়র সহ-সভাপতি, আসিফ হোসেন মানুকে সহ-সভাপতি ও শাহ নিজামকে করা হয়েছিল যুগ্ম সাধারণ সম্পাদক। এরপর দীর্ঘ প্রায় ১৮ বছর পেরিয়ে গেলেও নতুন কোনো কমিটির কমিটির দেখা মিলছে না জেলা যুবলীগের।

ওই সময় জেলা যুবলীগের কমিটিতে পদ পাওয়া নেতারা অনেকেই মূল দলে ভিড়েছেন। তাদের মধ্যে শাহ নিজাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জাকিরুল আলম হেলালকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। একইভাবে সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে দ্বিতীয় মেয়াদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে। পাশাপাশি জেলা যুবলীগ সভাপতি আবদুল কাদির জেলা আওয়ামী লীগের গত কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।

ফলে জেলা যুবলীগ অনেকটাই নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। কিন্তু নতুন কমিটি না হওয়ায় পদপ্রত্যাশী নেতাদেরও অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। পদের আশায় থেকে অনেকেই যৌবন থেকে বার্ধক্যে পা দিয়েছেন।

এদিকে, জেলা যুবলীগের নিয়ন্ত্রণে থাকা থানা কমিটিগুলোতেও করুণ অবস্থা চলছে। সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন গাজী মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ছিলেন শাহআলম রুপম। জেলা যুবলীগ নতুন কমিটি গঠনের দায়িত্বে থাকলেও রহস্যজনক কারণে কেন্দ্রীয় যুবলীগ বিতর্কিত রফিকুল ইসলাম নান্নুকে আহ্বায়ক করে সোনারগাঁ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করে দেয়। ওই কমিটি গঠনের বিষয়ে গাজী মজিবুর রহমান আদালতে একটি ঘোষণামূলক মামলাও করেছিলেন। বন্দর উপজেলা যুবলীগের সভাপতি হাবিব আল মুজাহিদ পলু ছাড়া আর কাউকে যুবলীগ নেতা হিসেবে কোনো কর্মসূচিতে দেখা যায় না।

ফতুল্লা থানা যুবলীগ সভাপতি মীর সোহেল আলী ও সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম একটু সক্রিয় থাকলেও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ বলতে আহ্বায়ক মতিউর রহমান মতিকেই চেনেন সবাই। এরইমধ্যে মীর সোহেল আলী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আড়াইহাজার ও রূপগঞ্জেও যুবলীগের নেই তেমন কোনো আলোচনা।

আরও পড়ুন: ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

গত বছরের ২৬ সেপ্টেম্বর শহরের দুই নম্বর রেলগেট এলাকার আওয়ামী লীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। সভা শেষে জেলা যুবলীগের নেতারা জানিয়েছিলেন, নভেম্বরের মধ্যেই তাদের সম্মেলন সম্পন্ন করার জন্য বলা হয়েছে। তার আগে সাতটি থানা কমিটির সম্মেলন করার কথা বলা হয়েছে। সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ থানা যুবলীগের কমিটি রয়েছে। বাকি থাকা বন্দর, সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সম্মেলন করার জন্য বলা হয়েছে। ওইসব থানার সম্মেলনগুলো সংশ্লিষ্ট কমিটির নেতারাই আয়োজন করবেন। এরপর তারা নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সম্মেলনের আয়োজন করবেন। তবে গত নভেম্বর অতিবাহিত হয়ে এখন পর্যন্ত সম্মেলন হয়নি। কবে নাগাদ হবে তাও জানা নেই জেলা যুবলীগ নেতাদের।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির জাগো নিউজকে বলেন, আমার সঙ্গে সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলের সমন্বয় হচ্ছে না। আমি তার সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু তেমন সাড়া পাইনি। এই বিষয়টি আমি কেন্দ্রে জানিয়েছি। কেন্দ্রীয় যুবলীগ বলেছে, তারা বিষয়টি দেখবে। তারা তৎপর রয়েছে। আশা করি, কমিটি ঘোষণার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, ২০১১ সালে সিটি করপোরেশন গঠনের প্রায় এক যুগ বছর পেরিয়ে গেলেও সেই শহর কমিটি দিয়েই চলছে মহানগর যুবলীগের কার্যক্রম। শহর কমিটির নেতারাই নিজেদের মহানগর কমিটির নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

শহর কমিটির সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু একসময় নারায়ণগঞ্জের রাজপথে সরব থাকলেও মহানগর কমিটি না হওয়ার তার নেতৃত্বে বিকাশ হয়নি। একইভাবে শহর কমিটিতে সাধারণ সম্পাদক পদে থাকা আহম্মেদ আলী রেজা উজ্জ্বলও নেতৃত্বে বিকাশে থমকে আছেন। এছাড়া নতুন কমিটি না আসায় মহানগর যুবলীগের পদ প্রত্যাশী নেতাকর্মীরাও এখন অন্য কোনো অঙ্গসংগঠনের দিকে মোড় নেওয়ার প্রচেষ্টায় আছেন। শহর কমিটির শীর্ষ পদে থাকা নেতাদেরও যেন বিরক্তি এসে গেছে।

আরও পড়ুন: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা রুবেল খুন: ডিবি

নারায়ণগঞ্জ শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল জাগো নিউজকে বলেন, নারায়ণগঞ্জের সিনিয়র আওয়ামী লীগ নেতারা ও কেন্দ্রীয় যুবলীগের পরামর্শে মহানগর যুবলীগের নতুন কমিটি হবে। শহর থেকে মহানগর যুবলীগ রূপান্তর করতে না পারায় আমাদের কোনো অভিযোগ নেই। শহর যুবলীগ থাকলেও আমাদের মহানগর যুবলীগের মর্যাদা দেওয়া হয়।

শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু জাগো নিউজকে বলেন, কেন জানি আমাদের নতুন কোনো কমিটি ঘোষণা করা হচ্ছে না। আমি কেন্দ্রীয় যুবলীগের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। আশা করি, কমিটি হয়ে যাবে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।