বিদ্যালয় মাঠে মাদক সেবন, ৯ ব্যক্তির জেল-জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১১:১৪ এএম, ২২ আগস্ট ২০২৩

 

গাজীপুরের কালীগঞ্জে আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মাদক সেবন করার অপরাধে ৯ ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে যৌথভাবে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

এর আগে সোমবার (২১ আগস্ট) রাতে ওই দুই বিচারক পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ৯ ব্যক্তিকে জেল ও জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জ পৌরসভার দড়িসোম গ্রামের মালেক মিয়ার ছেলে মজিবুর রহমান, ইমাম উদ্দিনের ছেলে ইয়াজ উদ্দিন, জালাল উদ্দিনের ছেলে জোবায়ের, মৃত রশিদের ছেলে সোহেল, আব্দুল রহিমের ছেলে শাওন মিয়া, আ. ছাত্তারের ছেলে জনি মিয়া, কাজল মিয়ার ছেলে সোহান, ভাদার্ত্তী এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে শহিদুল্লাহ এবং উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের রবি চন্দ্র শীলের ছেলে উদয় চন্দ্র শীল।

jagonews24

আরও পড়ুন: কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, যুবক গ্রেফতার

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার রাত সাড়ে ৮টার দিকে একদল উচ্ছৃঙ্খল যুবক গাঁজা ও মদপান করে জনসাধারণের শান্তি বিনষ্ট করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশ। ওই ঘটনার সত্যতা পেয়ে পুলিশ তাদের আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া ঘটনাস্থলে গিয়ে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের দুই বিচারক জানান, জনসাধারণের শান্তি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আব্দুর রহমান আরমান/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।