কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২২ আগস্ট ২০২৩

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় সুমন হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে। সুমন সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লার মৃত নুর ইসলামের ছেলে।

আরও পড়ুন: অন্যের নামে ট্রেনের টিকিট কেটে দ্বিগুণ দামে বিক্রি, গ্রেফতার ৪

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে উচ্চমূল্যে টিকিট বিক্রির সময় তাকে গ্রেফতার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ট্রেনের টিকিট জব্দ করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করেন। সোমবার তার বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।