নওগাঁয় পানির কূপে পড়ে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২১ আগস্ট ২০২৩
ফাইল ছবি

নওগাঁর পোরশায় পানির কূপে পড়ে আব্দুস সাত্তার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে কূপ থেকে মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

সোমবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ঘাটনগর গ্রামের কানাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাত্তার কানাপাহাড় এলাকার মৃত কমির উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাসুদ রানা।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মসজিদ সংলগ্ন একটি কূপের পানি পরিষ্কার করছিলেন আব্দুস সাত্তার। এসময় অসাবধানতাবশত পা পিছলে কূপের ভেতর পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে কূপ থেকে আব্দুস সাত্তারের মরদেহ উদ্ধার করেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির কূপে পড়ে অক্সিজেন স্বল্পতায় ওই ব্যক্তির মৃত্য হতে পারে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।