মির্জাপুরে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২০ আগস্ট ২০২৩

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ জন নারী-পুরুষ কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

তারা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলাকান্দি গ্রামের নজরুল মিয়ার স্ত্রী রিজিয়া বেগম (৪০) ও পাচুরিয়া গ্রামের শরীফ হোসেনের স্ত্রী লাভলী আক্তার (৩৮)।

রোববার (২০ আগস্ট) মির্জাপুর কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক ডা. আলী হাসান ও ডেপুটি জেনারেল ম্যানেজার অনিমেষ ভৌমিক লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, শনিবার ওই দুজনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রিজিয়া শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এবং লাভলী দিনগত রাত আড়াইটার দিকে মারা যান। কুমুদিনী হাসপাতালে বর্তমানে ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

এস এম এরশাদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।