বরগুনায় পিকনিকের বাস খাদে, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০১:০১ পিএম, ১৮ আগস্ট ২০২৩

বরগুনার আমতলীতে পিকনিকের বাস খাদে পড়ে মো. ইসলাম (৪৮) নামের একজন নিহত হয়েছেন। এ সময় নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. ইসলাম নারায়ণগঞ্জের বন্দর থানার সল্পের চর গ্রামের শামসুদ্দিন ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পিকনিক করতে পরিবার-পরিজন নিয়ে কুয়াকাটা যাচ্ছিল সেন্টমার্টিন নামের একটি বাস। বাসটি ঢাকা কুয়াকাটা সড়কের আমতলী উপজেলার ঘটখালি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

আরও পড়ুন: পিকনিকের বাস খাদে, আইডিয়ালের ৩০ শিক্ষার্থী আহত

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর বেশ কয়েকজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরিশাল নেওয়ার পথে গুরুতর আহত মো. ইসলাম মারা যায়।

আহতরা হলেন- পারুল (৫০), মেহেরুন নেছা ১৩), সেলিনা (৪৫), রায়হান (১৬), রবিউল (২৮), পারভেজ (৩০), পেরু (৬০), মিরাতুন (৮), ইমরান (৩১), ইমরান (৫৫), মঞ্জু (৪৫), মাহফুজা (১৭) সৈকত (২৬), হাবিবা (১৮), দিনা (৫৫), মাহবুবা (৩০) ও পপি (৩০)। সবার বাড়ি নারায়ণগঞ্জের সল্পের চর গ্রামে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু জানান, বাসটি আমতলীর ঘটখালী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ওই বাসের ৪৫ জন যাত্রীর ২০ জন গুরুতর আহত হন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।