এলাকাবাসীর নজর কাড়ছে লোকালয়ে আসা ২ বানর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৮ আগস্ট ২০২৩

কুড়িগ্রামে খাবারের খোঁজে লোকালয়ে চলে এসেছে দুটি বানর। টিনের চাল, ঘরের সানসেটে, গাছের ডালে দাপিয়ে বেড়াচ্ছে প্রাণী দুটি। কোথা থেকে এসেছে জানে না কেউই। পথে যেতে থমকে দাঁড়াচ্ছে উৎসুক মানুষ। তবে আতঙ্কে আছেন কেউ কেউ।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে কুড়িগ্রাম পৌর শহরের পলাশবাড়ী পাঠান এলাকায় বানর দুটি দেখেন এলাকাবাসী।

ওই এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেন বলেন, সকালে হঠাৎ আমার সুপারি বাগানে পাশাপাশি দুটি বানর চোখে পড়ে। বিভিন্ন গাছে পাতা ধরে টিনের চালে হাঁটাহাঁটি করছে। কখনো ঘরের সানসেটে বসে থাকছে। এর আগে বানর দুটি আমাদের চোখে পড়েনি। বানর দেখতে অনেক লোক জড়ো হয়েছে। কেউ বানর আতঙ্কে আছে। তবে এখন পর্যন্ত বানর দুটি কারও ক্ষতি করেনি। এরপরও আমরা কুড়িগ্রাম বন বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।

এলাকাবাসীর নজর কাড়ছে লোকালয়ে আসা ২ বানর

বানর দেখে মো. আদনান সিয়াম বলেন, আমি টিভিতে, চিড়িয়াখানায় বানর দেখছি। বানরের খেলা দেখেছি তবে এমন খোলামেলা পরিবেশ টিনের চাল থেকে গাছে, গাছ থেকে ঘরে সানসেটে দৌড়াদৌড়ি করা বানরের কাণ্ড দেখিনি। তাদের দেখে খুব মজা করছি। আবার একটু ভয় লেগেছিল।

এলাকাবাসীর নজর কাড়ছে লোকালয়ে আসা ২ বানর

কুড়িগ্রাম জেলা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ বলেন, কুড়িগ্রামে আশপাশে বড় বন না থাকায় এ অঞ্চলে বানর আসার সুযোগ নেই। তবে সীমান্ত পেরিয়ে ফলের ট্রাকে ফল খাওয়ার লোভে আসতে পারে। এ বানরগুলো কোথাও স্থির থাকে না। একটু পর পর স্থান বদল করে। এরপরও আমরা বিষয়টি দেখছি।

ফজলুল করিম ফারাজী/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।