চুলা টেস্ট করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে তিন দোকানে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৭ আগস্ট ২০২৩

কক্সবাজারের রামুতে গ্যাস সিলিন্ডারের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে তিনটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, একটি গ্যাসের চুলা টেস্ট করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দোকান মালিক শফিউল আলম মারাত্মকভাবে আহত হন।

আহতের এক স্বজন জানিয়েছেন, আহতের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চুলা টেস্ট করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে তিন দোকানে আগুন

ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া বলেন, চুলা মেরামত করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকানে অগ্নিকাণ্ড ঘটে। আমাদের হিসাবে ৯টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এর পাশে একটি মুদির দোকানের মালামাল এবং কলার আড়তের বেশ কিছু কলা নষ্ট হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮-১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধ যুবক হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে বিস্ফোরণ হয়েছে তা বের করার চেষ্টা চলছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা দেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমানসহ প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।