সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ

নরসিংদীতে ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১৭ আগস্ট ২০২৩

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার নরসিংদী ছাত্রলীগের ছয় নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি।

বৃহস্পতিবার (১৭ আস্ট) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হক রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহম্মেদ শাওন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সাময়িক বহিষ্কারকৃতরা হলেন, মধাবদী থানা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন ভ্ইূয়া, পলাশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাদিম মিয়া, কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক জে এস জুনায়েদ, নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাকিব আহাম্মেদ, পাইকারচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফ ও জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান অপু। সেই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহম্মেদ শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি সংগঠন। এ সংগঠনের কেউ যদি সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কাজে জড়িত হয় তার বিরুদ্ধে অব্যশই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হক রিমন ছয় নেতার সাময়িক বহিষ্কারের তথ্য নিশ্চিত করে জানান, দেলোয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতে রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যুর পর অভিযুক্ত নেতারা ফেসবুকে যেসব পোস্ট দিয়েছেন সেটা ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী।

সঞ্জিত সাহা/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।