মোবাইলে প্রেম, দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৬ আগস্ট ২০২৩

মোবাইলে প্রেমের সম্পর্ক। পরে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এমনই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলি এলাকায়।

সোমবার (১২ আগস্ট) দুপুরে ওই এলাকার পরিত্যক্ত একটি ঘরে ধর্ষণের শিকার হন ওই তরুণী।

এ ঘটনায় জড়িত সন্দেহে সোহেল রানা (২২) নামের একজনকে গ্রেফতার করে বুধবার (১৬ আগস্ট) আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে প্রধান আসামি মোহাম্মদ আলী পলাতক রয়েছেন।

গ্রেফতার সোহেল রানা উপজেলার এলেঙ্গা পৌরসভার ফটিকজানী এলাকার মো. শাজাহানের ছেলে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওই তরুণীর সঙ্গে কালিহাতী উপজেলার মহেলা গ্রামের সেকান্দার আলীর ছেলে মোহাম্মদ আলীর মোবাইলফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার দুপুরে ভুক্তভোগী তরুণীকে বিয়ের কথা বলে নিয়ে আসেন মোহাম্মদ আলী। পরে ওই তরুণীকে উপজেলার পৌলী এলাকায় একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর বন্ধু সোহেলের কাছে তাকে রেখে চলে যান মোহাম্মদ আলী।

পরে সোহেলও ওই তরুণীকে ধর্ষণ করেন। এসময় ভুক্তভোগীর অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার ও সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা কালিহাতী থানায় লিখিত অভিযোগ করেন।

এসআই সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে আটক সোহেল রানাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।