মোবাইলে আসক্ত ছেলেকে শ্বাসরোধে হত্যা করলেন মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৬ আগস্ট ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে মোবাইলে আসক্ত কিশোর ছেলেকে (১২) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় মা সোহেনা বেগমকে (৩৫) আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আবির হাসান জয়। সে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকার আসলাম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবির হাসান বেশ কিছুদিন ধরে মোবাইলে গেম খেলা ও ইউটিউব দেখায় মত্ত ছিল। মোবাইল আসক্তি কমাতে বারবার নিষেধ করতেন মা সোহেনা বেগম। তবে মায়ের নিষেধ গ্রাহ্য করতো না আবির। বুধবার সকালেও ছেলেটি মোবাইলে গেম খেলতে শুরু করে। এতে তার মা রেগে যান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সোহেনা বেগম নিজের ওড়না দিয়ে ছেলের গলায় পেঁচিয়ে চেপে ধরেন। এতে আবির শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। পরে খবর পেয়ে রাজনগর থানাপুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এসময় ছেলেটির মাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় বলেন, মোবাইলে আসক্ত হওয়ায় মা রেগে গিয়ে ওড়না পেঁচিয়ে ছেলেকে হত্যা করেছেন। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।