শোক দিবসে দুস্থদের পাশে বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১২:০১ পিএম, ১৫ আগস্ট ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটে গরিব ও দুস্থদের খাদ্যসামগ্রী, চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বিজিবি।

মঙ্গলবার (১৫) আগস্ট সকালে পাঁচবিবি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুই শতাধিক মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক তানজিলুর রহমান ভুঁইয়া। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ও আলু।

এ কর্মসূচিতে বিজিবির সুবেদার ওহিদুর রহমান ও পাঁচবিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহজান আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শোক দিবসে দুস্থদের পাশে বিজিবি

অন্যদিকে জয়পুরহাটের পারুলিয়া গণকবাড়ী এলাকায় টিএমএসএস পলিটেকনিক প্রাঙ্গণে আড়াইশ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক তানজিলুর রহমান ভুঁইয়া, উপ-অধিনায়ক মেজর মাসুদুর রহমান, সুবেদার সাইদুল বারী ও জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খাতিজা আক্তার।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।