জনগণ সঙ্গে না থাকলে কোনো আন্দোলনই সফল হয় না: শাজাহান খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:২২ পিএম, ১২ আগস্ট ২০২৩

জনগণ সঙ্গে না থাকলে কোনো আন্দোলনই সফল হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

শনিবার (১২ আগস্ট) দুপুরে মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মাঠে যুব একতা পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, বিএনপির এই আন্দোলন ব্যর্থ হবে। কারণ জনগণ সঙ্গে না থাকলে কোনো আন্দোলনই সফল হয় না। বিগত আন্দোলনগুলোতে তারা যেভাবে পুড়িয়ে-পিটিয়ে মানুষ মেরেছে, সে কথা বাংলার মানুষ এখনো ভোলেনি। তাই তাদের আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।

তিনি আরও বলেন, তারা বারবার বলে এই সরকার পালাবার পথ পাবে না। এটা তাদের মামু বাড়ির আবদার। শেখ হাসিনাকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন। শেখ হাসিনাকে জনগণই রক্ষা করবেন।

যুব একতা পরিষদ মাদারীপুরের সভাপতি মীর শাহিনের সভাপতিত্বে এসময় মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ, মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হায়দার হোসেন কাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।